নিজস্ব প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরের আঙ্গুলিয়া মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে প্রশাসনিক অনুমতি না পাওয়ায় তা বাতিল করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সিঙ্গাপুরপ্রবাসী জাফর চৌধুরী আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেন।
শুক্রবার সকাল ৮টা থেকেই সিঙ্গাপুরের বিভিন্ন এলাকা থেকে প্রবাসী বাংলাদেশিরা জানাজার উদ্দেশ্যে মসজিদের সামনে জড়ো হতে থাকেন। কিন্তু জানাজা না হওয়ায় হতাশ ও ভারাক্রান্ত মন নিয়ে তারা ফিরে যান।
প্রবাসী জাফর চৌধুরী বলেন, শহীদ ওসমান হাদির জানাজা পড়ার জন্য ফজরের নামাজের পরপরই তিনি মসজিদে উপস্থিত হয়েছিলেন, কিন্তু নিরাপত্তাজনিত কারণে সিঙ্গাপুর প্রশাসনের অনুমতি না মেলায় সেই আশা পূরণ হয়নি। বিভিন্ন সেক্টরে কর্মরত প্রবাসী ও কমিউনিটির মানুষ উপস্থিত থাকলেও জানাজা আদায় করা সম্ভব হয়নি, তবে সবাই শহীদ হাদির রুহের মাগফেরাত কামনায় দোয়া করেছেন।
এদিকে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গভীর রাতে ইনকিলাব মঞ্চ জানায়, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে শুক্রবার সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে ওসমান হাদির মরদেহ ঢাকার উদ্দেশ্যে রওনা করবে এবং সন্ধ্যা ৬টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
সংগঠনটি আরও জানিয়েছে, বাংলাদেশে শহীদ ওসমান হাদির দ্বিতীয় জানাজা শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে এবং এতে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
ওসমান হাদির মৃত্যুতে সরকার শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানান, শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে তার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে এবং অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।