১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ডোমারে শ্রেণিকক্ষে টিকটক ভিডিও ধারণ, সর্বমহলে তীব্র সমালোচনা

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের টিকটক ভিডিও তৈরি ও তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে সর্বমহলে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায়, বিদ্যালয়ের নির্ধারিত ড্রেস পরিহিত কয়েকজন শিক্ষার্থী ফাঁকা শ্রেণিকক্ষে বেঞ্চের ওপর উঠে হিন্দি গানের তালে নৃত্য করছে। অপর একটি ভিডিওতে দুইজন শিক্ষার্থীকে বিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে দাঁড়িয়ে বাংলা গানের তালে বিভিন্ন অঙ্গভঙ্গিতে নাচতে দেখা যায়। এসব ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

এ বিষয়ে অভিভাবক গোলাম কুদ্দুস আইয়ুব বলেন,
“স্কুল হলো পড়াশোনার জায়গা। সেখানে এ ধরনের টিকটক ভিডিও করা মোটেও গ্রহণযোগ্য নয়। এতে শিক্ষার পরিবেশ নষ্ট হয় এবং অন্য শিক্ষার্থীদের মনোযোগও ব্যাহত হয়।”

ড্রেস পরিহিত অবস্থায় শ্রেণিকক্ষে টিকটক ভিডিও ধারণ করাকে শৃঙ্খলাভঙ্গ হিসেবে দেখছেন শিক্ষাবিদরাও। ডোমার মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবু ফাত্তাহ্ কামাল পাখি বলেন,
“বিদ্যালয়ের ড্রেস পরে শ্রেণিকক্ষে টিকটক ভিডিও ধারণ করা শুধু শৃঙ্খলাভঙ্গই নয়, এটি পুরো শিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। এতে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগ কমে যায় এবং অন্য শিক্ষার্থীদের মধ্যেও নেতিবাচক প্রবণতা তৈরি হতে পারে। এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকদের আরও সচেতন হওয়া জরুরি।”

এ প্রসঙ্গে ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুররুল আনম সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,
“বিষয়টি আমাদের নজরে এসেছে। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মনিটরিংয়ের আওতায় আনা হবে। পাশাপাশি অভিভাবকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে সচেতন মহল মনে করছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোনের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি না করলে এ ধরনের ঘটনা ভবিষ্যতে আরও বাড়তে পারে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top