মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে থানা পুলিশের বিশেষ অভিযানে সাবেক এক স্বেচ্ছাসেবক লীগ নেতা ও এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন নান্দাইল উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নের উন্দাইল গ্রামের আব্বাছ আলীর পুত্র আব্দুল হাকিম। তিনি গাংগাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের বর্তমান সভাপতি। অন্যজন হলেন ৮নং সিংরইল ইউনিয়নের সিংরইল মধ্যপাড়া গ্রামের হাবিবুর রহমানের পুত্র তরিকুল ইসলাম। তিনি স্থানীয় একটি ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
থানা সূত্রে জানা গেছে, শুক্রবার বিশেষ অভিযান চালিয়ে শাইলধরা বাজার এলাকা থেকে আব্দুল হাকিমকে এবং সিংরইল ইউনিয়ন থেকে তরিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা রয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন বলেন, “গ্রেফতারকৃতদের ‘ডেভিল হান্ট পেজ-২’ সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।