মোহাম্মদ সাদেকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা জেলার মুরাদনগরে উপজেলার হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক, মুরাদনগর বড় মাদরাসার সাবেক সিনিয়র মুহাদ্দিস ও করিমপুর মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি মানসুর কবীর দূর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন।
১৯ ডিসেম্বর শুক্রবার মাগরিবের নামাজের পর উপজেলার নগরপাড় এলাকায় এঘটনা ঘটে।
স্থানীয়দের সুত্রে জানা যায় যে, ভিকটিম মুফতি মানসুর কবীর মাথায় চরমভাবে আক্রান্তের শিকার হয়ে প্রচুর রক্তক্ষরন হওয়ায় মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ কুমিল্লায় রেফার করে। বর্তমানে তিনি কুমিল্লা মেডিকেল হসপিটালে। (কুচাইতুলী) ভর্তি রয়েছেন।

বিষয়টি তাৎক্ষণিক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে মুরাদনগর থানা অফিসার ইনচার্জ মোঃ হাসান জামিল খান বিভিন্ন ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্তে নেমেছে। এব্যাপারে মুরাদনগর থানায় সাধারণ ডায়রি করেন ভিক্টিমের বাবা।
বিভিন্ন সিসি টিভি ফুটেজে হামলার তথ্য নিশ্চিত হলেও এখনো আস্বামীকে শনাক্ত করা যায়নি।