মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের পিপলায় (২০ ডিসেম্বর) রোজ শনিবার, সকাল ৯ ঘটিকায় দাওয়াতুল কুরআন মডেল একাডেমির শিক্ষা প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠান -২০২৫, অত্র মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতার বিষয় সমূহের মধ্যে ক্বেরাত, গজল, কবিতা আবৃতি, আল্লাহর ৯৯ নাম, হাদীস শরীফ ৫০, ৬৫ টি, জুমু’আ ও বিবাহের খুতবাহ অন্যতম।
এছারাও প্রদর্শনীর বিষয় সমূহের মধ্যে আজান ও ইকামত, দুই রাকাত নফল নামাজ, লাশ ধৌত করা ও কাফন পরিধান করানো, জানাজার নামাজ, হাতের লেখা (আরবী, বাংলা ও ইংরেজী) অন্যতম ছিল।
প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের বর্ণের সঠিক পরিচয়, বিশুদ্ধ উচ্চারণ ও সুন্দর হাতের লেখায় বিশেষ নজরদারি করেন।
ঊক্ত প্রতিষ্ঠানটি ২০১৮ সালে প্রতিষ্ঠিত করেন, আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন (রিপন), প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ, মিরপুর সাইন্স কলেজ, ঢাকা।
অনুষ্ঠান পরিচালনা করেন, মুহতামিম: মাওঃ মুফতি রাকিব আহমেদ, প্রধান শিক্ষক, অত্র মাদরাসা।
সভাপতিত্ব করেন, আলহাজ্ব মোঃ সোবাহান মিনা মোহতামিম।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাওঃ মোঃ আনিসুর রহমান, সহকারী শিক্ষক, অত্র মাদরাসা, হাঃ মোঃ সোহেল, সহকারী শিক্ষক, অত্র মাদরাসা, হাঃ মোঃ অলি-উল্লাহ্, সহকারী শিক্ষক, অত্র মাদরাসা সহ সকল শিক্ষার্থীদের অভিভাবক, এলাকার গন্য-মান্য ব্যাক্তি বর্গ ও এলাবাসী উপস্থিত ছিলেন ।