২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা রজব, ১৪৪৭ হিজরি

ধানের শীষের বার্তা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন বিএনপি মনোনীত প্রার্থী হারুন

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর রশীদ ধানের শীষের বার্তা নিয়ে ভোটার ও নেতাকর্মীদের দ্বারে দ্বারে ছুটছেন। এলাকার বিভিন্ন বয়সী নারী-পুরুষের সাথে কুশলাদি বিনিময় করার পাশাপাশি ধানের শীষের পক্ষে ভোট দিতে ও ভোট চাইতে মানুষকে উদ্বুদ্ধ করছেন।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকে পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা ও ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করেন। প্রতিটি ওয়ার্ডে ইতিমধ্যে কাজ শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। চলছে উঠান বৈঠক সহ নানা কর্মসূচি। পাশাপাশি পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণে দিনে-রাতে কাজ করছেন বিএনপি মনোনীত প্রার্থী মোঃ হারুন-অর রশীদ।

নেতাকর্মীরা জানিয়েছেন, মনোনয়ন বেশ কিছুদিন প্রতিযোগিতায় নামে বিএনপির দু’টি গ্রুপ। হারুন-অর রশীদ সব কিছু উপেক্ষা করে কোন গ্রুপিং নয়, ধানের শীষের ঐক্য ধরে রাখতে হবে। এ কারণে প্রতিটি নেতাকর্মীদের বাড়ী বাড়ী যান এবং ধানের শীষের পক্ষে কাজ করতে অনুরোধ করেন। তার এ কাজে সবাই সন্তুষ্ট হয়ে ধানের শীষের পক্ষে কাজ শুরু করেছেন।

রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর রশীদের সাথে জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা ছুটে চলছেন। এসময় বিভিন্ন নারী-পুরুষ সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করাসহ ধানের শীষে ভোট প্রার্থনা করেন। পরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর রশীদ বলেন, ভিন্ন ভিন্ন গ্রুপ করে প্রতিটি বাড়ী গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বার্তা ও কেন ধানের শীষে ভোট দিবেন, তা সঠিক ভাবে পৌছে দিতে হবে। সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। ব্যাপক সাড়া পাচ্ছি। গত ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। ভোটের প্রতি আগ্রহ রয়েছে। আমরা উৎসবমুখর পরিবেশে ভোট দিবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top