২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা রজব, ১৪৪৭ হিজরি

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন শেকাড়া’র বাবলী পরভীন

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন যমজ ২ সন্তানের জননী বাবলী পারভীন ওরফে লতা বেগম (৪৩)। সে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শেকাড়া গ্রামের মৃত খন্দকার সামছুজ্জোহা’র মেয়ে ও মৃত মনিরুল ইসলাম খোকনের স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের প্রয়োজনে রাজবাড়ীতে যায়। সেখানে রাজবাড়ী নতুনবাজার মুরগি ফার্ম রাস্তা পারাপারের সময় দ্রুত গতীর মোটরসাইকেল ধাক্কা দিলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) তার মৃত্যু হয়।

মৃত বাবলী পারভীন ওরফে লতা বেগমের ছোট ভাই হেলাল খন্দকার জানান, আমার বোনের পারিবারিকভাবে বিয়ে হয় মনিরুল ইসলাম খোকনের সাথে। তাদের ঔরসে যমজ দুই ছেলে সন্তানের জন্ম হয়। তারা দুই ভাই চলতি বছরে চতুর্থ শ্রেণি থেকে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করেছে। গত ৮ মাস আগে আমার দুলাভাই মনিরুল ইসলাম খোকন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। আমার বোন অতি সাধারণভাবে দু’টি ছেলে নিয়ে চলছিলো। গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় পারিবারিক কাজে রাজবাড়ী গিয়ে সড়কে দুর্ঘটনার শিকার হয় এবং ১৬ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বালিয়াকান্দি উপজেলা পরিষদের মৃত্যু নিবন্ধন রেজিষ্ট্রেশন নাম্বার ১৯৮৩৮২০৭৪৭১০৩২৫৪৯ তারিখ ১৮/১২/২০২৫ই। তার মৃত্যুতে ছোট ছোট দু’টি শিশু সন্তান একেবারে অসহায় হয়ে পড়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top