২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা রজব, ১৪৪৭ হিজরি

মুরাদনগরে হেফাজত নেতার উপর হামলার ঘটনায় তিনজন গ্রেপ্তার, আদালতে প্রেরণ

মোহাম্মদ সাদেকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে হেফাজতের সাংগঠনিক সম্পাদক মুফতী মানসূর কবির সাহেবের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—
১) মো. মারুফ হোসেন (২৫), পিতা: মৃত বাদল হোসেন, মাতা: মোছা. পারভীন, গ্রাম: বাখরনগর (পূর্ব পাড়া);
২) মো. জুবায়ের (২৫), পিতা: খোকন মিয়া, মাতা: হাফিজা বেগম, গ্রাম: বাখরনগর (পশ্চিম পাড়া);
৩) মো. সুমন (৩৪), পিতা: হুমায়ুন কবির, মাতা: বিউটি আক্তার, গ্রাম: বাখরনগর (পশ্চিম পাড়া)।
তাঁরা সবাই মুরাদনগর থানাধীন বাখরনগর এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পর তদন্তের মাধ্যমে তাদেরকে হামলার ঘটনায় সন্দেহভাজন আসামি হিসেবে শনাক্ত করা হয়। পরবর্তীতে নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলার তদন্ত সম্পন্ন করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার পেছনের কারণ ও অন্য কেউ জড়িত আছে কি না—তা খতিয়ে দেখছে পুলিশ।

এ বিষয়ে মুরাদনগর থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top