মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলায় বন্ধ থাকা ইটভাটা পুনরায় চালুর দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইটভাটা মালিক, শ্রমিক ও বিভিন্ন শ্রমজীবী সংগঠনের সদস্যরা।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সড়কে অবস্থান নেয়।
খাগড়াছড়ি ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ জানান, পরিবেশ অধিদপ্তর ও উচ্চ আদালতের নির্দেশনার প্রেক্ষিতে জেলা প্রশাসনের জারি করা গণবিজ্ঞপ্তির কারণে চলতি মৌসুমে জেলার সব ইটভাটা বন্ধ রয়েছে।
এর ফলে জেলায় ভয়াবহ ইট সংকট দেখা দিয়েছে। বিক্ষোভকারীরা দুপুর দেড়টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখলে খাগড়াছড়ি শহরের প্রধান সড়কে যাত্রী ও পণ্যবাহী যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বিকল্প পথে ছোট যানবাহন চললেও দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ইটভাটা বন্ধ থাকায় শত শত কোটি টাকার সরকারি উন্নয়ন প্রকল্প কার্যত স্থবির হয়ে পড়েছে। পাশাপাশি ইটভাটার সঙ্গে জড়িত জেলার হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে।
হারুনুর রশীদ আরও বলেন, “আমরা পরিবেশের সকল আইন ও বিধি-বিধান মেনে ইটভাটা পরিচালনা করতে চাই। প্রশাসনের সহযোগিতা পেলে পরিবেশ সুরক্ষা নিশ্চিত করেই ভাটা চালু রাখা সম্ভব।”
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ইটভাটা মালিক সমিতির সভাপতি হাফেজ আহমেদ ভূঁইয়া, ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মাহবুব আলম সবুজ, সদস্য সচিব সমর বিকাশ চাকমা, উপজাতি ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি রিপ রিপ চাকমা, রাজমিস্ত্রি কল্যাণ সমবায় সমিতির সভাপতি মো. রাজ্জাক এবং ট্রাক্টর চালক কল্যাণ সমিতির সভাপতি মো. ইব্রাহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মসূচি শেষে ইটভাটা মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাস দেন।