রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী প্রতিনিধি :
গবেষণায় কৃতিত্বের জন্য পরিবেশ বিজ্ঞান ইনন্টিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে এ ডিগ্রি অর্জন করেন ড. জাহিদুল ইসলাম।
ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্স (আইএস), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রজত জয়ন্তী উদযাপন ও পুনর্মিলনী-২০২৫ উপলক্ষে গবেষণায় বিশেষ কৃতিত্বের জন্য এই তিনটি ক্যাটাগরিতে (ফেলো, অ্যালামনাই ও ফ্যাকাল্টি) Researcher Award প্রদান করা হয়।
ইনস্টিটিউটের চাহিত স্কোপাস ইনডেক্সভুক্ত আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত দাখিলকৃত গবেষণাপত্রসমূহ বিশেষজ্ঞ মূল্যায়ন কমিটি কর্তৃক গুণগত মান, প্রভাব, বৈজ্ঞানিক গুরুত্ব এবং Q1–Q4 শ্রেণিবিন্যাস অনুযায়ী পর্যালোচনা করা হয় কমিটির নিরপেক্ষ মূল্যায়নের ভিত্তিতে সংশ্লিষ্ট গবেষকের গবেষণা উৎকর্ষ ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই এওয়ার্ড তুলে দেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মঈন উদ্দিন। এই মনোনয়নের ক্ষেত্রে শুধুমাত্র স্কোপাস ইনডেক্সভুক্ত আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত জার্নালের প্রিন্সিপাল অথর ও করোসপন্ডিং অথার বিবেচনা করা হয়েছে। এই বিবেচনায় Researcher Award – Alumni পেয়েছেন জাহিদুল ইসলাম। jpbpp ড. মো: জাহিদুল ইসলাম- প্রফেসর ড. মোঃ গোলাম মোস্তফার তত্ত্বাবধানে Northwestern Bangladesh এর groundwater এর Fe, Mn, এবং Pb এর Mobilization Mechanism নিয়ে তিনি পিএস এইচডি ডিগ্রি অর্জন করেছে।Hydrogeology, groundwater Chemistry & Quality সহ পরিবেশ বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করেছেন। এ পর্যন্ত তার ৯টি গবেষণা প্রবন্ধ বিভিন্ন আর্ন্তজাতিক জার্নালে প্রকাশিত হয়েছে এবং ২টি under review পর্যায়ে আছে। এছাড়াও বিভিন্ন আন্তজার্তিক কনফারেন্সে একাধিক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছে তিনি।
ইনস্টিটিউট ও গবেষণা তত্ত্বাবধায়ক প্রফেসর ড. মোঃ গোলাম মোস্তফার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছেন ড. মো: জাহিদুল ইসলাম।