নিজস্ব প্রতিনিধি:
শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত জীবিত গ্রেফতারের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটি স্পষ্ট করে জানায়, তারা কোনো বন্দুকযুদ্ধের নাটক দেখতে চায় না; বরং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।
রোববার (২১ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি জানানো হয়। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে কর্মসূচিও ঘোষণা করে সংগঠনটি। ঘোষণামতে, সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টায় শাহবাগের শহীদ হাদি চত্বর থেকে শহীদ মিনার পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
এদিকে, ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান রাহুলের দেশত্যাগে আদালত নিষেধাজ্ঞা জারি করেছেন। একই দিনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে ১২৭ কোটির বেশি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।