নিজস্ব প্রতিনিধি:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ দেশেও থাকতে পারে, আবার দেশের বাইরেও যেতে পারে—এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এখনো নির্দিষ্ট কোনো তথ্য নেই। সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির ১৮তম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, হাদি হত্যার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে সব তথ্য প্রকাশ করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় পুলিশ, র্যাব ও বিজিবিসহ একাধিক বাহিনী যৌথভাবে কাজ করছে এবং তারা গতকাল সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানিয়েছে। সরকারের পক্ষ থেকে এ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মূল হোতা ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। এ পর্যন্ত গ্রেপ্তারদের মধ্যে তার স্ত্রী, বাবা-মা, শ্যালকসহ একাধিক সহযোগী রয়েছেন। পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল, দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৪১ রাউন্ড গোলাবারুদ ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে ১৩ ডিসেম্বর থেকে অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২ চালু করা হয়েছে। এই অভিযানে ২০ ডিসেম্বর পর্যন্ত ৬ হাজার ৫৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলা ও ওয়ারেন্টমূলে মোট গ্রেপ্তার দাঁড়িয়েছে ১৩ হাজার ৫০৫ জনে। অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, গ্রেনেড ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সারা দেশে দুই হাজারের বেশি চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে।
সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও রাস্তা অবরোধ করে কোনো অনুষ্ঠান নিষিদ্ধ থাকবে। গির্জা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি বলেন, সহিংসতা, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। একটি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।