নিজস্ব প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মো. মোতালেব শিকদারকে প্রকাশ্যে গুলি করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে খুলনা নগরীর সোনাডাঙ্গা থানা এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের ছোড়া গুলি তার কানের পাশ দিয়ে ঢুকে বেরিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, মোতালেব শিকদার আশঙ্কামুক্ত রয়েছেন। এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার বিষয়টি নিশ্চিত করে ঘটনার তীব্র নিন্দা জানান।
পুলিশ জানিয়েছে, হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে এবং এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রস্তুত করা হচ্ছে। এনসিপির শীর্ষ নেতারাও দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।