২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রজব, ১৪৪৭ হিজরি

শাজাহান খানের পরিবারের ব্যবসাপ্রতিষ্ঠানে পাহারার দায়িত্বে যুবদল নেতা ফারুক ব্যাপারী

নিজস্ব প্রতিনিধি:

মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা শাজাহান খানের বাড়ি ও তার ভাইদের ব্যবসাপ্রতিষ্ঠানে পাহারার অভিযোগে জেলা যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন ব্যাপারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে যুবদলের কেন্দ্রীয় কমিটি।

রোববার রাতে সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার সই করা নোটিশে তাকে তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ কর্মসূচির প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে শাজাহান খানের ভাইদের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে কর্মসূচির ডাক দেওয়া হলে উদ্বেগ তৈরি হয়।

এ অবস্থায় শনিবার সকালে ফারুক ব্যাপারীর নেতৃত্বে ৪০–৫০ জন কর্মী শাজাহান খানের ভাই হাফিজুর রহমান জাচ্চু খানের একটি পেট্রোল পাম্প এলাকায় অবস্থান নেন, যার ছবি ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।

জেলা বিএনপির নেতারা বলছেন, অর্থের বিনিময়ে আওয়ামী লীগ সংশ্লিষ্ট কারও ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া দলীয় ভাবমূর্তির জন্য ক্ষতিকর। তবে অভিযোগ অস্বীকার করে ফারুক ব্যাপারী দাবি করেন, নাশকতার আশঙ্কায় পুলিশ ও প্রশাসনের অনুরোধে তারা সেখানে ছিলেন এবং সহিংসতা ঠেকানোই ছিল উদ্দেশ্য।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top