২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রজব, ১৪৪৭ হিজরি

ভারতীয়দের জন্য ভিসা সেবা সাময়িকভাবে বন্ধ করল বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি:

ভারতীয় নাগরিকদের জন্য ভিসা সেবা সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ; সোমবার (২২ ডিসেম্বর) দেশটির রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এ সিদ্ধান্ত নিয়েছে বলে দূতাবাস সূত্রে জানা গেছে।

সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত বছরের ৫ আগস্টের পর থেকে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলমান, বিশেষ করে ভারতে পতিত ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বহু নেতা ও কয়েকজন সাবেক সেনা কর্মকর্তাকে আশ্রয় দেওয়ার অভিযোগ ঘিরে।

এর মধ্যে ১২ ডিসেম্বর জুলাইযোদ্ধা শরিফ ওসমান বিন হাদিকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতা গুলি করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে; এক সপ্তাহ চিকিৎসা শেষে ১৮ ডিসেম্বর তিনি শহীদ হন।

এই ঘটনার পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনের সামনেও প্রতিবাদ হয়। অভিযোগ ওঠে, হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসী ও তার সহযোগীরা ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছে। একই সময়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, দূতাবাস কমপ্লেক্সে অনুপ্রবেশ এবং হাইকমিশনারকে হত্যার হুমকির ঘটনাও ঘটে।

এর জেরে ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব করে কড়া প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়, পাল্টা পদক্ষেপ হিসেবে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকেও তলব করে ভারত। এমন টানটান উত্তেজনার মধ্যেই দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন ভারতীয়দের জন্য ভিসা সেবা সাময়িক বন্ধের ঘোষণা দিল।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top