মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি)প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা জোনের উদ্যোগে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন উপলক্ষে মতবিনিময় সভা ও নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর ২০২৫ ইং) সকাল ১১টা ঘটিকায় দীঘিনালা জোনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোন কমান্ডার লে. কর্নেল মো. ওমর ফারূক, পিএসসি।
সভায় উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মো. আকিব মল্লিকসহ জোনের অন্যান্য অফিসারবৃন্দ, পাঁচজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ১১টি চার্জের ১১ জন প্রতিনিধি, পুলিশ প্রতিনিধি ও আনসার প্রতিনিধি।
মতবিনিময় সভায় জোন কমান্ডার মহোদয় খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং শুভ বড়দিন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, দীঘিনালা জোন এলাকায় শান্তি, সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থান বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা সচেষ্ট রয়েছে। বড়দিন উপলক্ষে যাতে নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সকল ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করা যায়, সে লক্ষ্যে জোন কর্তৃপক্ষ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে।
মতবিনিময় সভা শেষে জোন কমান্ডার মহোদয় শুভ বড়দিনের উপহার হিসেবে ১১টি চার্জের সভাপতিদের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন।