২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রজব, ১৪৪৭ হিজরি

বড়দিনে পাহাড়ি জনপদে ৫৪ বিজিবির মানবিক সহায়তা

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

বড়দিন উপলক্ষে রাঙ্গামাটি জেলার বাঘাইহাটের দুর্গম সীমান্ত অঞ্চলে বসবাসরত খ্রিস্টান সম্প্রদায়ের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৪ বিজিবি)।
রোববার (২১ ডিসেম্বর) বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় দায়িত্বপূর্ণ এলাকার দুর্গম পাহাড়ি জনপদ বেথলিং পাড়ায় বসবাসরত দরিদ্র ও অসহায় পরিবারগুলোর মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। বড়দিনের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে এ মানবিক উদ্যোগ গ্রহণ করে বিজিবি।
সূত্র জানায়, অধিনায়কের সার্বিক দিকনির্দেশনায় নিউথাংনাং পাড়া বিওপির বিওপি কমান্ডারের তত্ত্বাবধানে এ আর্থিক সহায়তা বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। এতে স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের দরিদ্র পরিবারগুলো উপকৃত হয়।
এ সময় লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী বলেন,
“সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্গম পাহাড়ি অঞ্চলে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মানুষের ধর্মীয় ও সামাজিক উৎসবগুলো যেন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যেই বিজিবি নিয়মিতভাবে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।”
বিজিবির এই সহায়তামূলক উদ্যোগে স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ সন্তোষ প্রকাশ করেন এবং বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top