২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রজব, ১৪৪৭ হিজরি

হাদি হত্যাকারীদের নামে ঘৃণা স্তম্ভ উদ্বোধন করেছে রাশেদ প্রধান

নিজস্ব প্রতিনিধি:

শরীফ ওসমান হাদির হত্যার পিছনে দায়ীদের ছবিসহ ঘৃণা স্তম্ভ উদ্বোধন করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

আজ ২২ ডিসেম্বর দুপুর ৩ টায় পল্টন বক্স কালভার্ট রোডে (যেখানে ওসমান হাদিকে গুলি করা হয়) ঘৃণা স্তম্ভ উদ্বোধন করে রাশেদ প্রধান বলেন, হাদিকে গুলি করার পর ১০ দিন পেরিয়ে গেছে। এখনো খুনিদের গ্রেফতার করতে পারে নাই এই অন্তর্বর্তী সরকার। হাদিকে খুনের পরিকল্পনাকারী, অর্থদাতা, খুনি, আশ্রয়দাতা সবাই নিশ্চিন্তে আছে। আমি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে ঘৃণা জানাই।

রাশেদ প্রধান বলেন, আমাদের ক্ষমতা সীমিত। আমরা ঘৃণা জানাই আর আল্লাহর দরবারে দোয়া করি। মহান রাব্বুল আলামিন যেন আমার ভাই হাদির হত্যার সাথে জড়িত সকলের বিচার দুনিয়ায় এবং আখিরাতে করে।

বক্স কালভার্ট রোডের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি রোড নাম করণের দাবি জানান রাশেদ প্রধান। একই সাথে পরবর্তী প্রজন্মের জন্য পার্মানেন্ট ঘৃণা স্তম্ভ তৈরির অনুমতি দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান। তিনি বলেন অনুমতি দেন, ঘৃণা স্তম্ভ আমরা জনগণের অর্থায়নে করবো, আপনাদের টাকা দেওয়া লাগবে না।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top