মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকায় নিখোঁজের একদিন পর তিস্তা সেচ ক্যানেলের একটি ব্রিজের নিচ থেকে মাসুদ রানা (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার শৌলমারী ইউনিয়নের বানপাড়া এলাকায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত মাসুদ রানা ওই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।
স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, মাসুদের বাবা-মা মারা যাওয়ার পর তিনি দাদির কাছে বড় হন। কয়েক মাস আগে তার বিয়ে হয় এবং তিনি শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। মাসুদ ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। গত শুক্রবার ছুটিতে বাড়িতে আসেন। এ সময় শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার মনোমালিন্য হয়। এরপরের দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
আজ সকালে স্থানীয়রা তিস্তা সেচ ক্যানেলের ব্রিজের নিচে একটি ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে, ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।