২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রজব, ১৪৪৭ হিজরি

বগুড়া শিবগঞ্জে ভয়ংকর ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ ৪ সদস্য গ্রেফতার

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল ও অর্থ আদায়ের মতো জঘন্য অপরাধে জড়িত এক নারীসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে প্রতারণা চালিয়ে আসা এই চক্রটি অবশেষে পুলিশের অভিযানে ধরা পড়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশ উপজেলার বানাইল পশ্চিমপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন— শিবগঞ্জ থানার বানাইল পশ্চিমপাড়া গ্রামের এনামুল হকের মেয়ে মোছাঃ রিনা (২৫), মৃত বাবলু প্রামাণিকের ছেলে মোঃ আরিফুল ইসলাম (২৭), মোঃ লোকমান আলী মোল্লার ছেলে মোঃ জোবায়েত ইসলাম (২২) এবং মৃত সেকেন্দার আলীর ছেলে মোঃ আশরাফুল ইসলাম (৩৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এই চক্রটি অত্যন্ত পরিকল্পিতভাবে তাদের অপরাধ কার্যক্রম পরিচালনা করছিল। চক্রের নারী সদস্য মোছাঃ রিনা কৌশলে বিভিন্ন বিত্তবান ও সহজ-সরল ব্যক্তিকে প্রেমের ফাঁদে জড়িয়ে ফেলতেন।

পরে নির্জন স্থানে সাক্ষাতের ব্যবস্থা করে সেখানে উপস্থিত হতো চক্রের অন্য সদস্যরা। এরপর ভয়ভীতি প্রদর্শন করে ভুক্তভোগীদের আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করা হতো। পরবর্তীতে সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করাই ছিল এই চক্রের মূল উদ্দেশ্য।

সম্প্রতি এক ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বানাইল পশ্চিমপাড়া এলাকা থেকে চক্রের চার সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top