মনির হোসেন, সখিপুর উপজেলা প্রতিনিধি:
সখীপুর উপজেলার কালিদাস কলতান বিদ্যানিকেতনের দুই কৃতি শিক্ষার্থী মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে উপজেলার কালমেঘা (বেলতলী) এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আবির নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। অপর শিক্ষার্থী লিখন গুরুতর আহত হলে তাকে চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় নেওয়া হচ্ছিল। তবে গোড়াই–হাটুভাঙ্গা এলাকায় পৌঁছানোর পর পথেই তার মৃত্যু হয়।
নিহত আবির কালিদাস পানাউল্লাহ পাড়ার মোহাম্মদ আলীর ছেলে এবং নিহত লিখন কালিদাস বল্লা চালা গ্রামের মাইনুদ্দিনের ছেলে। তারা দুজনই কালিদাস কলতান বিদ্যানিকেতনের মেধাবী শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।
এই আকস্মিক ও হৃদয়বিদারক দুর্ঘটনায় নিহতদের পরিবারে নেমে এসেছে গভীর শোক। একই সঙ্গে বিদ্যালয় ও এলাকাবাসীর মধ্যে শোক ও বেদনার আবহ বিরাজ করছে।
এলাকাবাসীর উদ্যোগে নিহত আবির ও লিখনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।