২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রজব, ১৪৪৭ হিজরি

কুমিল্লায় পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার হয়নি, সীমান্ত দিয়ে নতুন আগ্নেয়াস্ত্র ঢোকার শঙ্কা

নিজস্ব প্রতিনিধি:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ৫ আগস্ট কুমিল্লার বিভিন্ন থানা থেকে লুট হওয়া ১৭টি অস্ত্র এখনো উদ্ধার করতে না পারায় জনমনে আতঙ্ক বাড়ছে; এরই মধ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার ভারত সীমান্ত দিয়ে নতুন আগ্নেয়াস্ত্র প্রবেশ করছে বলে গোয়েন্দা ও স্থানীয় সূত্রে তথ্য মিলেছে।

পুলিশ স্বীকার করেছে যে লুট হওয়া অস্ত্রগুলোর অবস্থান সম্পর্কে তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই, যদিও বিজিবির সাম্প্রতিক অভিযানে মাদকের সঙ্গে কয়েকটি প্রাণঘাতী অস্ত্র উদ্ধার হওয়ায় সীমান্ত পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। অভিযোগ রয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে পলাতক আওয়ামী সন্ত্রাসীরা ত্রিপুরা সীমান্ত ব্যবহার করে অস্ত্র পাঠানোর চেষ্টা করছে এবং নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের সদস্যদের মাধ্যমে ঝটিকা মিছিল ও সহিংসতার প্রস্তুতি চলছে।

স্থানীয় রাজনৈতিক নেতারা বলছেন, লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার না হলে জননিরাপত্তা ও নির্বাচন মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। এদিকে বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সেনাবাহিনী ও র‍্যাবের সহায়তায় অস্ত্র উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top