২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রজব, ১৪৪৭ হিজরি

পায়রা সেতুর টোল প্লাজায় বাস-মিনিবাসে গণতল্লাশি অভিযান

জাকির হোসেন হাওলাদার, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা-লেবুখালী- বগা মহাসড়কের লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় পুলিশি চেকপোস্ট এলাকায়,বাস-মিনিবাসসহ-মটরসাইকেল মাইক্রোবাস বিভিন্ন যানবাহনে গণতল্লাশি অভিযান শুরু হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে এ অভিযান চালানো হচ্ছে।

থানা পুলিশের উদ্যোগে ‘ডেভিল হান্ট ফেজ–২’ আওতায় সোমবার সন্ধ্যা ৭টা থেকে এ অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দেন দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন, তদন্ত ওসি মো: রফিকুল ইসলাম,পুলিশ জানায়, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে চলাচলকারী দূরপাল্লার বাস, মিনিবাস, মাইক্রোবাস, পিকআপ, ভ্যান ও মোটরসাইকেল তল্লাশি করা হচ্ছে। এ সময় সন্দেহভাজন যানবাহন ও যাত্রীদের দেহ তল্লাশি ও কাগজপত্র যাচাই করা হয়।আইনশৃঙ্খলা রক্ষায় এবং নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top