মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী সদর উপজেলার আহলাদিপুর এলাকায় বিষ প্রয়োগ করে হাবিবুর রহমান নামে এক কৃষকের ৬ বিঘা জমির মসুর বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের অন্তত দেড় লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের আহলাদিপুর গ্রামে ওই কৃষকের মাঠে গিয়ে দেখা যায়, বিষ প্রয়োগের ফলে ক্ষেতের মসুর গাছগুলো মরে শুকিয়ে যাচ্ছে।
এ সময় ক্ষতিগ্রস্থ কৃষক হাবিবুর রহমান বলেন, রাতের আধারে ঘাস মারার ঔষুধ প্রয়োগ করে মসুর ক্ষেত বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। এ ছয় বিঘা জমিতে অন্তত ৩০ মন মুসর পাওয়া যেত। যার বাজার মূল্য অন্তত দেড় লক্ষ টাকা। এ ব্যাপারে একটি মামলা করবেন বলে জানিয়েছেন তিনি।
রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জনি খান বলেন, বিষ প্রয়োগ করে কৃষকের মসুর ডাল ক্ষেত নষ্টের খবর পেয়ে কৃষি কর্মকর্তারা মাঠ পরিদর্শন করেছে। এ ব্যাপারে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করলে কৃষি বিভাগ থেকে তাকে সব ধরনের সহযোগিতা করা হবে।