২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রজব, ১৪৪৭ হিজরি

নারায়নগঞ্জে পরকিয়ার জেরে মস্তক বিচ্ছিন্ন করে হত্যা: রাজবাড়ীতে থানার সামনে শাস্তির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশা পৌর শহরের ১ নং ওয়ার্ডের চরদূর্লভদিয়া গ্রামের আব্রাহাম খান ওরফে আলিম খানকে  জবাই করে হত্যার ঘটনায় বিচারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন সহ ঘাতকের ফাঁসির দাবী জানিয়েছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় পাংশা মডেল থানার সামনে এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচিতে কয়েক শত নারী-পুরুষ অংশ নিয়ে বিচার দাবী করেন।

গত ১৬ ডিসেম্বর সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার শ্রীনিবাসদী এলাকার পাকা রাস্তা ও বালুর মাঠের পাশে মাথাবিহীন এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পুলিশ লাশটি উদ্ধার করে এবং ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে নিহতকে সনাক্ত করে। তিনি আবরাহাম খান (২৭)। তার বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার চরদুর্লভদিয়া গ্রামের ওয়াজেদ খানের ছেলে।

আড়াইহাজার উপজেলায় যুবকের মস্তক বিহীন লাশ উদ্ধারের ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত রুহুল আমিন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই।

এ ঘটনায় নিহতের পিতা ওয়াজেদ আলী খান আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে গত ১৯ ডিসেম্বর রাতে ঢাকার মধ্য বাড্ডা এলাকা থেকে পিবিআই’র একটি অভিযানিক দল রুহুল আমিন (২৬) নামে একজনকে গ্রেপ্তার করে। তার বাড়িও রাজবাড়ীর পাংশা উপজেলায়। গ্রেপ্তারকৃত রুহুল আমিন প্রাথমিক জবান বন্দিতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পিবিআই জানিয়েছেন। নিহত আবরাহাম খানের সাথে রুহুল আমিনের খালা মরিয়মের পরকীয়ার সম্পর্ক ছিল।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, মানববন্ধন ও হত্যাকান্ড সম্পর্কে আমরা অবগত আছি। যেহেতু বিষয়টা আড়াইহাজার থানার অধীনে এবং তারাই তদন্ত করছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top