২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রজব, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ ভেঙে ভোল্ট চুরি, পুকুর থেকে উদ্ধার

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাজীরহাট এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের একটি এটিএম বুথ ভেঙে ভোল্ট (লকার) চুরির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। চুরির পরদিন মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে পুলিশ লাইন্স এলাকার একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় ভোল্টটি উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, সোমবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা কাজীরহাট বাজার এলাকায় অবস্থিত ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে প্রবেশ করে মেশিন ভেঙে ভোল্টটি নিয়ে যায়। মঙ্গলবার সকালে পুলিশ লাইন্স এলাকার একটি পুকুরে বড় আকৃতির লোহার সিন্দুক সদৃশ বস্তু ভাসতে দেখে সন্দেহ করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ একটি ক্রেনের সাহায্যে পুকুর থেকে ভোল্টটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ডাচ-বাংলা ব্যাংক সৈয়দপুর শাখার ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ভোল্টটি ওই এটিএম বুথের।

তবে তিনি দাবি করেন, ভোল্টে কোনো নগদ অর্থ ছিল না। এতে শুধুমাত্র কিছু এটিএম কার্ড ও ব্যাংকিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষিত ছিল।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারুক আহমেদ বলেন, “ভোল্টটি উদ্ধার করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের তথ্যমতে এতে কোনো টাকা ছিল না। ভোল্টের ভেতর থেকে দুটি ডেবিট কার্ড পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।”

তিনি আরও জানান, এটি কোনো সংঘবদ্ধ চক্রের কাজ কি না এবং এর সঙ্গে কারা জড়িত—তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এদিকে, প্রকাশ্যে এটিএম বুথ ভেঙে ভোল্ট চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়রা ব্যাংক বুথ ও জনসমাগমপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top