মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি :
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের দুর্গম আরান্দিছড়া সীমান্ত এলাকায় সীমান্ত সুরক্ষা জোরদার ও স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে ব্যতিক্রমধর্মী জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)।
মঙ্গলবার (আজ) বর্ডার গার্ড বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় স্থানীয় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, সাধারণ মানুষের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা, খেলাধুলার সামগ্রী বিতরণ এবং সীমান্ত নিরাপত্তা বিষয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সীমান্তবর্তী এলাকার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তারা সীমান্ত সুরক্ষায় বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এদিন দজর আদাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের জন্য ঢেউটিনসহ প্রয়োজনীয় সংস্কার সামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় শিক্ষা উপকরণ।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিউটন চাকমা ও জোনাকি চাকমা বলেন, “বিজিবির সহায়তা না পেলে সীমান্ত এলাকার এই বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম ঝুঁকির মুখে পড়ত।”
অনুষ্ঠানে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ বলেন, “সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণের সহযোগিতা অপরিহার্য। জনগণের জীবনমান উন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনায় রেখেই এসব জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।”
তিনি আরও জানান, সীমান্ত এলাকার নিরাপত্তা ও মানুষের কল্যাণে বিজিবির এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।