২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা রজব, ১৪৪৭ হিজরি

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বীথিকা বিনতে হোসাইন

মোঃ রাকিব হোসেন, লক্ষীপুর প্রতিনিধি:

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তিনি প্রয়াত স্বেচ্ছাসেবক দল নেতা শফিউল বারী বাবুর সহধর্মিণী।

মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আবু সায়েম মোহাম্মদ শাহীন, কমলনগর উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান, সদস্য সচিব মো. রেদোয়ান হোসেন, চর মাটিন ইউনিয়নের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান রকি সওদাগরসহ রামগতি ও কমলনগর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এসময় নেতাকর্মীরা জানান, বীথিকা বিনতে হোসাইন এলাকায় দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন এবং প্রয়াত নেতা শফিউল বারী বাবুর রাজনৈতিক আদর্শকে ধারণ করে সাধারণ মানুষের পাশে কাজ করে যাচ্ছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ আসনে তার মনোনয়ন দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top