মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে (২৩ ডিসেম্বর) রোজ মঙ্গলবার বিকেল ৪ ঘটিকায় গুরুদাসপুর উপজেলার নাজিরপুর বাজারে উৎসবমুখর পরিবেশে আনন্দ র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে
নাজিরপুর যেন রূপ নিয়েছিল জনসমুদ্রে।
স্লোগান, ব্যানার আর ভালোবাসায় মুখর চারপাশ।
একটাই দাবি, একটাই প্রত্যাশা- তারেক রহমানের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তন।
উক্ত আনন্দ র্যালি ও পথসভার সার্বিক পরিচালনা ও তত্ত্বাবধানে ছিলেন, মোঃ ফেরদৌস রহমান, নাজিরপুর ইউনিয়ন বিএনপি নেতা।
এছারাও উপস্থিত ছিলেন, মোঃ শামীম আহম্মেদ, আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল, মোঃ ঈমান আলী দুলু, যুগ্ম আহ্বায়ক নাজিরপুর ইউনিয়ন যুবদল, মোঃ হৃদয় হাসান, সভাপতি নাজিরপুর ইউনিয়ন ছাত্রদল সহ বিএনপি সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।