২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা রজব, ১৪৪৭ হিজরি

গ্রাফিতিতে স্মরণ করা হলো জুলাই যোদ্ধা ওসমান হাদি

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

জুলাই আন্দোলনের সাহসী কণ্ঠস্বর ও বিপ্লবী চেতনার প্রতীক ‘জুলাই যোদ্ধা’ ওসমান হাদিকে স্মরণ করে নীলফামারীতে ব্যতিক্রমধর্মী গ্রাফিতি অঙ্কন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রঙ ও তুলির মাধ্যমে প্রতিবাদ, স্বপ্ন ও মুক্তির বার্তা তুলে ধরতে এই আয়োজনে একত্রিত হয় সচেতন তরুণ সমাজ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে নীলফামারী শহরের পিটিআই মোড়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে দেয়ালজুড়ে ফুটে ওঠে ওসমান হাদির প্রতিকৃতি এবং জুলাই আন্দোলনের চেতনা। গ্রাফিতির মাধ্যমে প্রকাশ পায় অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ, ন্যায়বিচারের আকাঙ্ক্ষা ও একটি বৈষম্যহীন ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন।

কর্মসূচির আয়োজন করে পরিবেশ ও সামাজিক আন্দোলনভিত্তিক সংগঠন গ্রীন ভয়েস, নীলফামারী জেলা শাখা।

আয়োজকরা জানান, এটি কেবল একটি শিল্পকর্ম নয়; বরং ইতিহাসকে স্মরণে রাখা, তারুণ্যের শক্তিশালী বার্তা পৌঁছে দেওয়া এবং সামাজিক সচেতনতা তৈরির একটি উদ্যোগ। তাঁদের মতে, জুলাই যোদ্ধা ওসমান হাদির আদর্শ নতুন প্রজন্মকে সাহস, প্রতিবাদী চেতনা ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ করবে।

গ্রাফিতি অঙ্কনে অংশ নেওয়া তরুণরা বলেন, “এই দেয়ালচিত্র আমাদের মনে করিয়ে দেয়—বিপ্লব শুধু বইয়ের পাতায় নয়, রাজপথের দেয়ালেও লেখা থাকে। ওসমান হাদি আমাদের কাছে প্রেরণার নাম।”

সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই গ্রাফিতি কর্মসূচিতে স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতি ও আগ্রহ লক্ষ্য করা যায়। শিল্প ও আন্দোলনের সমন্বয়ে আয়োজিত এই উদ্যোগ নীলফামারীতে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এবং শিল্পভিত্তিক প্রতিবাদের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top