২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা রজব, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে জমির আইল নিয়ে সংঘর্ষে কৃষক হত্যা মামলায় ২জন গ্রেপ্তার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জমির আইল নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষে হাবিব শেখ (৪২) হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। হাবিব শেখ বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বনগ্রামের লিয়াকত শেখের ছেলে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে হাবিব শেখের স্ত্রী রুমানা খাতুন বাদী হয়ে ৪জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা ২-৩জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন।

এ মামলায় পুলিশ উপজেলার নবাবপুর ইউনিয়নের বনগ্রামের জামাল উদ্দিন শেখের ছেলে রাহাত শেখ (২২) ও মঞ্জু শেখের ছেলে মোঃ শরিফ শেখ (৩৬) কে গ্রেপ্তার করেছে। তাদেরকে বুধবার দুপুরে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

জানাগেছে, মঙ্গলবার দুপুর ১০টার দিকে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ব্যাঙডুবি বিলের মধ্যে শরিফুল শেখ ও জামাল উদ্দিন শেখদের মধ্যে জমির আইল নিয়ে বিরোধে সংঘর্ষ হয়। এতে মনজু শেখের ছেলে শরিফুল শেখ (৩৫), টোকন শেখ (৩২), অপরপক্ষের আবেদ আলী শেখের ছেলে জামাল উদ্দিন শেখ (৬০), রাকিব শেখ (২৭) আহত হন। আহতদেরকে বালিয়াকান্দি হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় শরিফুল শেখের কাজ করা কৃষক হাবিব শেখ নিহত হন। তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় মঙ্গলবার রাতে হাবিব শেখের স্ত্রী রুমানা খাতুন বাদী হয়ে ৪জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা ২-৩জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রব তালুকদার বলেন, জমি নিয়ে বিরোধে ৪জন আহত ও হাবিব শেখ নামে এক কৃষককে হত্যার অভিযোগ এনে মঙ্গলবার রাতে হাবিব শেখের স্ত্রী রুমানা খাতুন বাদী হয়ে ৪জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা ২-৩জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা দায়েরের পর ২ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে বুধবার দুপুরে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top