রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় যুব উন্নয়ন ও অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে একটি অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রেড এর উদ্যোগে বুধবার (২৩ ডিসেম্বর ২০২৫) সকালে বিএম কলেজ অডিটরিয়াম, ভাঙ্গুড়াতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন খানমরিচ আদিবাসী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি বাবু জ্ঞানেন্দ্র মুরারি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শামীম হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান, এসএম শিমুল আইসিটি শিক্ষক এবং বিএম কলেজের অধ্যক্ষ জনাব মোঃ মোফাজ্জল হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাবু রণজিৎ বসাক।
অ্যাডভোকেসি সভার উদ্দেশ্য, প্রেক্ষাপট ও আয়োজনের কারণ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড)-এর প্রোগ্রাম সমন্বয়ক আশিকুর রহমান।
সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল যুবদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে প্রবেশাধিকার বৃদ্ধি এবং সমতল আদিবাসী যুবদের উন্নয়নে সরকারি কর্মসূচিতে ন্যায্য অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ।
অ্যাডভোকেসি সভায় বক্তারা বলেন, যুব উন্নয়ন ও আইসিটি খাতের বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসূচিতে সমতল আদিবাসী যুবদের অংশগ্রহণ বাড়ানো জরুরি। তারা প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি এবং উপজেলা পর্যায়ে তথ্যপ্রাপ্তি সহজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় আরও বলা হয়, যুব উন্নয়নে নীতি প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে অংশগ্রহণমূলক পদ্ধতি গ্রহণ করতে হবে এবং “শেখাতে যাওয়া নয়, একসাথে শেখা”—এই দৃষ্টিভঙ্গির মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
অ্যাডভোকেসি সভায় উপজেলা পর্যায়ের যুব উন্নয়ন ও আইসিটি বিভাগের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় উন্নয়নকর্মী, সুশীল সমাজের সদস্য এবং সমতল আদিবাসী যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে অংশগ্রহণকারীদের সুপারিশসমূহ সংশ্লিষ্ট দপ্তরে উপস্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড)।
সহযোগিতায় ছিল উই ক্যান বাংলাদেশ ও ক্রিশ্চিয়ান এইড।
সার্বিক সহযোগিতায় ছিলেন সংশ্লিষ্ট কমিউনিটির সদস্যবৃন্দ।