২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা রজব, ১৪৪৭ হিজরি

নীলফামারী–২ (সদর) আসনে মনোনয়ন সংগ্রহ করলেন আলমগীর সরকার

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী–২ (সদর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি আলমগীর সরকার।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ’র কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়ন সংগ্রহকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক কাওসার আলী এবং জেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক আকতার হোসেন।

এ সময় জেলা বিএনপির সাবেক ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক কাওসার আলী সাংবাদিকদের বলেন, “দলের সিদ্ধান্তই চূড়ান্ত। তবে আলমগীর সরকার একজন যোগ্য ও অভিজ্ঞ নেতা। তিনি নির্বাচনে অংশ নিলে ভালো ফল করবেন বলে আমরা আশাবাদী।”

মনোনয়ন সংগ্রহ প্রসঙ্গে আলমগীর সরকার বলেন, “নীলফামারীর পুরো নির্বাচনী এলাকা আমার চেনা ও জানা। দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় তৃণমূল পর্যায়ে আমার ব্যাপক পরিচিতি রয়েছে। আমি গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দুইবার দায়িত্ব পালন করেছি। এছাড়া নীলফামারী পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে অল্প ব্যবধানে পরাজিত হয়েছিলাম। জনগণের ভালোবাসা ও সমর্থনের বিষয়টি মাথায় রেখেই আসন্ন নির্বাচনে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছি।”

তিনি আরও বলেন, “এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই আমার এই উদ্যোগ।”

প্রসঙ্গত, নীলফামারী–২ (সদর) আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব সাইফুল্লাহ রুবেল। তিনি ইতোমধ্যে নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরু করেছেন। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নীলফামারী সদর আসনে রাজনৈতিক তৎপরতা দিন দিন বাড়ছে। আলমগীর সরকারের মনোনয়ন সংগ্রহে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top