মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
মোটা অঙ্কের বেতনের চাকুরীর প্রলোভন দেখিয়ে ইতালিতে নেওয়ার কথা বলে প্রতারণার বিচার চেয়ে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে।
বুধবার ( ২৪ ডিসেম্বর ) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সোনাকান্দর গ্রামে ইতালি প্রবাসী মোফাজ্জেলের বাড়ির সামনে মানববন্ধন করেন ভুক্তভোগীরা। অভিযুক্ত মোফাজ্জেল রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ছোরাপ সর্দ্দারের ছেলে।
মানববন্ধনে কুমিল্লা, নোয়াখালী ও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার অর্ধশত ভুক্তভোগী ও তাদের স্বজনেরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন কর্মসুচীতে কুমিল্লার মিরাজ শেখ, মিজানপুর ইউনিয়ন পরিষদের সদস্য সাজু শেখসহ স্থানীয়রা বক্তৃতা করেন।
বক্তারা এ সময় বলেন, মোফাজ্জেল দীর্ঘদিন ইতালিতে বসবাস করে আসছেন। সারা দেশে তার প্রতারক চক্র রয়েছে। চক্রের বেশ কয়েকজন সদস্য সারা দেশ থেকে ইতালিতে উচ্চ বেতনের চাকুরির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়। ইতালি নিতে না পেরে বিভিন্ন ব্যক্তিকে কিছু টাকা পরিশোধ করে বাকি টাকা হাতিয়ে নেয়। অর্থ হাতিয়ে তিনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন। দ্রুত সময়ের মধ্যে ভুক্তভোগীদের অর্থ ফেরতের দাবি করেন বক্তারা।
মানববন্ধনের সময় বাড়িতেই অবস্থান করেন মোফাজ্জেলের পিতা ছোরাপ সরদারসহ পরিবারের অন্য সদস্যরা। মোফাজ্জেলের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ সম্পর্কে তারা কোন বক্তব্য দিতে রাজি হয়নি।
ঘটনাস্থল থেকে রাজবাড়ী সদর থানার উপ পরিদর্শক মোঃ মোস্তফা বলেন, প্রবাসে চাকুরির কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ শুনে আমরা ঘটনাস্থলে আসছি। মানববন্ধনে আসা ব্যক্তিতের কথা আমরা শুনেছি। তাদের আমরা আইনগত পরামর্শ দিয়েছি।