২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা রজব, ১৪৪৭ হিজরি

নলছিটিতে বিদেশি মদ,প্রাইভেট কারসহ গ্রেফতার-৪

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে বিদেশি মদসহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় গাড়িটিও জব্দ করা হয়েছে। মঙ্গলবার ২৩ ডিসেম্বর দিবাগত রাত ২ (দুইটার) দিকে উপজেলার কালিজিরা এলাকায় চেক পোস্টে নলছিটি থানা পুলিশের একটি দল একটি প্রাইভেটকার তল্লাশি করে ১ বোতল বিদেশি মদসহ তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হল, ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার কৃষ্ণপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে ফারহান, বগুড়া জেলার সান্তাহার এলাকার মামুন আলমের ছেলে আল আমিন, নরসিংদী জেলার বেলাবো উপজেলার বাজনপুর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে নাহিয়ান ও ঝালকাঠি সদর থানার নওপাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে ফারুক হোসেন।

নলছিটি থানার ওসি আরিফুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছ। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top