মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি :
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম এলাকা হারূবিল ও বুদ্ধুরাম পাড়ায় পাহাড়ি অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে দীঘিনালা জোন।
বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫ ইং দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ ওমর ফারূক, পিএসসি মহোদয়ের সার্বিক নির্দেশনায় ক্যাপ্টেন হাসনাইন আলভির নেতৃত্বে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়। এ সময় শতাধিক শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট নোমান আল সাবিত এবং ওয়ারেন্ট অফিসার মোঃ খাদেমুল ইসলামসহ জোনের অন্যান্য সদস্যরা।

স্থানীয় পাহাড়ি বাসিন্দারা দীঘিনালা জোনের এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় শীতের তীব্রতায় এমন সহায়তা অসহায় মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
দীঘিনালা জোনের পক্ষে থেকে জানান , শীত মৌসুমে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে দীঘিনালা জোনের এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।