নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে সদর উপজেলার হরিনা এলাকায় ‘জাকির সম্রাট–৩’ ও ‘অ্যাডভেঞ্চার–৯’ লঞ্চের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
চাঁদপুর বিআইডব্লিউটিএর উপপরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য জানান, কুয়াশাজনিত দুর্বল দৃশ্যমানতার মধ্যেই লঞ্চ দুটি মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর নিহত দুই ব্যক্তির খবর পাওয়া গেলেও এখনো তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট লঞ্চগুলোর গন্তব্য শনাক্ত না হওয়ায় পরিচয় শনাক্তকাজে সময় লাগছে বলে তিনি জানান।
এ ঘটনায় আরও আহত যাত্রী রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনা–পরবর্তী পরিস্থিতি যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষ কাজ করছে।