মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি :
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ, এসপিপি’র নির্দেশনায় বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে দীঘিনালার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও চার্জ এলাকায় টহল ও নিরাপত্তা তৎপরতা জোরদার করা হয়।

এ সময় ৭ বিজিবির একটি টিম খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করে বড়দিনের শুভেচ্ছা জানান এবং উপহার সামগ্রী বিতরণ করেন। এতে স্থানীয় খ্রিস্টান জনগোষ্ঠীর মাঝে আনন্দ ও স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়।
উক্ত কার্যক্রমের নেতৃত্ব দেন নায়েব সুবেদার মো. ইব্রাহীম। এ সময় উপস্থিত ছিলেন বিএসবি হাবিলদার মো. আনোয়ার হোসেন, আরআইবি আলামিনসহ ৭ বিজিবির অন্যান্য সদস্যরা।
এ প্রসঙ্গে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ বলেন, “বিজিবি সব সময় দেশের সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। ধর্মীয় উৎসবগুলো যেন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলে সম্প্রীতি বজায় রাখতে বিজিবির এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।