২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি

উজিরপুরে প্রচেষ্টা ফাউন্ডেশনের উদ্যোগে ইয়াতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

এম,এম,রহমান,উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশাল জেলার উজিরপুর উপজেলায় শীতার্ত ইয়াতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন প্রচেষ্টা ফাউন্ডেশন।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টায় উজিরপুর উপজেলার ৭ নং বামরাইল ইউনিয়নের ঐতিহ্যবাহী পূর্ব ধামসার নূরানী হাফিজি মাদ্রাসা ও ইয়াতিম খানায় এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মাদ্রাসা ও ইয়াতিম খানার সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন হাওলাদার-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহফুজুর রহমান মাসুম।

এ সময় প্রচেষ্টা ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক সালমান, সাদিয়া, রাফি, জুয়েল ও ইব্রাহিম। এছাড়াও মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “শীত মৌসুমে সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো অত্যন্ত মানবিক একটি কাজ। প্রচেষ্টা ফাউন্ডেশন যেভাবে ইয়াতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য কাজ করছে, তা সত্যিই প্রশংসার দাবিদার।”

প্রচেষ্টা ফাউন্ডেশনের প্রতিনিধিরা জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ কবলিত ও অসহায় মানুষের সেবায় কাজ করে আসছে। ভবিষ্যতেও মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। শীতবস্ত্র পেয়ে শিক্ষার্থী ও কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রচেষ্টা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top