২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বই প্রতীকে হুসাইন মুহাম্মদ শাহজাহানের মনোনয়ন সংগ্রহ

এম. আজগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বই প্রতীকের মনোনয়ন সংগ্রহ করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মনোনীত প্রার্থী হুসাইন মুহাম্মদ শাহজাহান। বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর ফটিকছড়ি উপজেলা পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ তাঁর পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।

মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন মাওলানা ইলিয়াছ রাঙ্গামাটিয়া, মাওলানা আজিজুর রহমান যশোরী, মাওলানা শামসুল আলম, মাওলানা নুরুল আমীন, মুফতি মিজানুর রহমান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা এরশাদ বিন জালাল, চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক সাংবাদিক মাওলানা আজগর সালেহী, ফটিকছড়ি উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা ইফাজুর রহমান আফাজ, ভূজপুর থানা সাধারণ সম্পাদক মাওলানা এম. নিজাম উদ্দিন, মাওলানা এনামুল হক, মাওলানা ইরফান রহমানী, মাওলানা ইয়াকুব, মাওলানা নুরুল আমীন, মাওলানা ইমাম উদ্দিন আজিজী, হাফেজ লোকমান হোসেন, মুফতি ইউছুফ, মাওলানা লোকমান হোসেন, হাফেজ শহিদুল্লাহ, হাফেজ সেলিম মাহমুদ, মাওলানা কারী আব্দুল মান্নান, হাফেজ ইমরুল হাসান, ছাত্রনেতা তারেকুল ইসলাম, কারী ইয়াসিন, মাওলানা ওসমান মাহমুদ, মাস্টার সাধন কুমার নাথ, নুরুল আবছার, মোহাম্মদ উবাইদুল্লাহ, মোহাম্মদ জানে আলেম, মাওলানা কামাল উদ্দিন ও মোহাম্মদ ইদ্রিসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ এ সময় বলেন, ফটিকছড়ির মানুষের নৈতিকতা, সামাজিক ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় হুসাইন মুহাম্মদ শাহজাহান একজন গ্রহণযোগ্য ও যোগ্য প্রার্থী। তাঁরা আসন্ন নির্বাচনে বই প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top