মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল ডায়াবেটিক সমিতি (নাডাস)-এর ষষ্ঠ বার্ষিক সাধারণ অধিবেশন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণে সমিতির নিজস্ব আয়োজনে এই অধিবেশন অনুষ্ঠিত হয়। সমিতির সহ-সভাপতি ডা. তাজুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান ফকিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা সমিতির বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাজহারুল হক ফকির, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলী আহসান খান পারভেজ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক, অধ্যক্ষ কাজী মঞ্জুল মোরশেদ এবং সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবুল দত্ত, আজীবন সদস্য সিনিয়র সাংবাদিক মোহাম্মদ হান্নান মাহমুদ, সাংবাদিক মোহাম্মদ এনামুল হক বাবুল ও রবিউল আলম ফরাজি, সমিতির কোষাধ্যক্ষ স্বপন কুমার সাহা, সদস্য সাইদুর রহমান, ডা. শামসাদ সিদ্দিক এবং আবুল ইসলাম মানিক প্রমুখ।
অধিবেশনে বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, “ডায়াবেটিস এখন আর কেবল বয়স্কদের রোগ নয়; শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের মধ্যে এই রোগের প্রাদুর্ভাব বাড়ছে। এটি মোকাবিলায় জনসচেতনতার কোনো বিকল্প নেই।”
বক্তারা নান্দাইল ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসা সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে সচেতনতামূলক ক্যাম্পিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে ডায়াবেটিস সম্পর্কে সচেতন করার আহ্বান জানানো হয়। সভায় সমিতির আজীবন সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।