মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে তীব্র শীতে বিপর্যস্ত ছিন্নমূল ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। শুক্রবার (২৬ ডিসেম্বর) মধ্যরাতে জেলা শহরের বাস টার্মিনাল ও রেলস্টেশনে রাত যাপনকারী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান নিজে উপস্থিত থেকে রেলস্টেশনের প্ল্যাটফর্ম ও বাস টার্মিনালে শুয়ে থাকা মানুষের গায়ে একটি করে কম্বল তুলে দেন। শীতের কনকনে হাওয়ায় কাঁপতে থাকা মানুষদের পাশে জেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ, জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর নিয়াজ ভুইয়া এবং সহকারী কমিশনার রায়হান উদ্দিন উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “কনকনে শীতে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন অসহায় ও ছিন্নমূল মানুষরা। তাদের কষ্ট লাঘবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি জানান, এক রাতেই প্রায় একশ’ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় এবং এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, চলতি শীত মৌসুমে নীলফামারী জেলার ছয়টি উপজেলায় শীতার্ত মানুষের সহায়তায় সরকারিভাবে প্রায় ৩৬ লাখ টাকা এবং ৭ হাজার ৫০০ কম্বল বরাদ্দ পাওয়া গেছে, যা পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে।