মোঃ হায়াত মাহমুদ, গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি:
শরীয়তপুর গোসাইরহাটে এক বাড়িতে ডাকাতির ঘটনায় নারীসহ ২জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত পোনে ১১টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের পুর্ব মাছুয়াখালী গ্রামের আলতাফ তালুকদারের বাড়িতে এ ঘটনায় ঘটে। ডাকাতরা নগদ ৪৪ হাজার টাকা, একটি স্বর্ণের কানের রিং, আড়াইভরি রুপার চেইন ও মোবাইল ফোন নিয়ে যায়।
এদিকে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার(গোসাইরহাট সার্কেল) মো.শামসুল আরেফীন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম।
ডাকাতদের হামলায় আহত হয়েছেন। আলতাফ তালুকদার ও সাফিয়া বেগম(৫০) আহত হয়ে খরমধ্যে সাফিয়া বেগম গুরুতর হওয়ায় শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।
আহত আলতাফ তালুকদার বলেন, রাত পোনে ১১টার দিকে ঘরের দর্জা ভেঙ্গে ১০ থেকে ১২ জন অস্ত্র-ছুরি হাতে ডাকাত দলরা রুমে ঢুকে সকলেক অস্ত্রের মুখে জিম্মি করে। কিছু বুঝে উঠার আগেই তারা আমাকে রশি দিয়ে বেঁধে ফেলে।
ডাকাতরা দর্জা খুলে ঘরে ঢুকে আমার স্ত্রীকে ছুরিকাঘাত করে লোহার রড দিয়ে মাথায় ও হাতে আঘাত করে। আমাদের চিৎকারে আমার ছেলের ঘুম থেকে উঠে যায় পরে তার ওপরও আক্রমণ করে। তার মোবাইল ছিনিয়ে নিয়ে হাত পা বেধে রাখে।