২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি

গণঅধিকার পরিষদের চূড়ান্ত মনোনয়ন পেলেন সাজ্জাদ আল ইসলাম

সুমাইয়া, ঢাকা প্রতিনিধি:

গণঅধিকার পরিষদের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন তরুণ নেতা সাজ্জাদ আল ইসলাম। ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখে দলীয় কার্যালয় থেকে তাকে আনুষ্ঠানিকভাবে প্রত্যয়নপত্র ও অঙ্গীকারনামা প্রদান করা হয়। এ প্রত্যয়নপত্রে দলের সভাপতি ভিপি নুরের স্বাক্ষর রয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসন থেকে গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাজ্জাদ আল ইসলাম। তিনি ট্রাক মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন।

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, “আমি তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে তরুণদের পাশে নিয়ে এই অঞ্চলের মানুষের দুর্ভোগ নিরসনে কাজ করবো। একই সঙ্গে আইনের সুশাসন প্রতিষ্ঠায় সর্বদা সচেষ্ট থাকবো।” তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

উল্লেখ্য, ঢাকা-৩ আসনে মোট ৫টি ইউনিয়ন রয়েছে। ইউনিয়নগুলো হলো— শুভাঢ্যা, কোন্ডা, তেঘরিয়া, আগানগর ও জিঞ্জিরা। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩,৬২,১৬৩ (তিন লক্ষ বাষট্টি হাজার একশ তেষট্টি) জন।

তরুণ নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত সাজ্জাদ আল ইসলামের মনোনয়ন ও ট্রাক মার্কাকে ঘিরে ঢাকা-৩ আসনে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top