নিজস্ব প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের কৌশলের অংশ হিসেবে ভিন্ন ভিন্ন প্রতীকে প্রার্থী হচ্ছেন গণঅধিকার পরিষদের শীর্ষ দুই নেতা। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান, আর পটুয়াখালী-৩ আসনে ট্রাক প্রতীকে নির্বাচন করবেন দলের সভাপতি নুরুল হক নুর।
রাশেদ খান বিএনপিতে যোগ দিচ্ছেন কি না—এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি মন্তব্য এড়িয়ে বলেন, “এই বিষয়ে আমি কিছু বলবো না, যা বলার আমার সভাপতি বলবেন।”
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নুরুল হক নুর জানান, নির্বাচনী কৌশলের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সংশ্লিষ্ট আসনগুলোতে জোটগত সমন্বয় জোরদার হবে এবং সাংগঠনিক শক্তি আরও শক্তিশালীভাবে মাঠে কাজ করতে পারবে বলে তাদের প্রত্যাশা।
গণঅধিকার পরিষদের নেতাদের মতে, ভিন্ন প্রতীকে হলেও নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে জনসমর্থনের পরিসর আরও বিস্তৃত হবে।