২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রজব, ১৪৪৭ হিজরি

দুমকিতে সড়ক দূর্ঘটনায় নিহত ২ আহত ২

জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী):প্রতিনিধি :

পটুয়াখালী জেলার দুমকী-বাউফল সড়কের রাজাখালি শ্রীরামপুর ব্রিজসংলগ্ন সড়কে মালামাল পরিবহনের টমটম-অটোবাইক সংঘর্ষে রবিউল (৬) ও ইব্রাহীম (৫৫) নামের দুই যাত্রী নিহত ও অপর দুই যাত্রী আহত হয়েছেন।

আহতরা হলেন-মো. সুমন সর্দার (২৫) ও আবদুল কাদের (৫০)। ?তাদের গ্রামের বাড়ি বাউফলের ঝিলনা ও কলতা এলাকায়। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত শিশু রবিউলের বাড়ি পার্শ্ববর্তী বাউফল উপজেলার ঝিলনা এবং ইব্রাহীমের গ্রামের বড়ি কলতা এলাকায়।
স্থানীয় সূত্র জানায়, লিঙ্ক রোড থেকে মালামাল পরিবহনের শ্যালো ইঞ্জিনচালিত দ্রুতবেগের টমটমের সঙ্গে অটোবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোবাইক উল্টে গেলে শিশুসহ চার যাত্রী গুরুতর আহত হন।

আহতদের দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু রবিউল ও ইব্রাহীমকে মৃত ঘোষণা করেন। অপর আহত ২ জনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।দুমকী থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন বলেন, লাশের সুরতহাল করে মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top