নিজস্ব প্রতিনিধি:
এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার ঘোষণা দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
ফেসবুক বার্তায় তাসনিম জারা লেখেন, “প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী—আমি আপনাদের ঘরের মেয়ে, খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে এলাকার মানুষ ও দেশের সেবা করা। তবে বাস্তব পরিস্থিতির কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও বলেন, “নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার অঙ্গীকার আমি করেছি, সেই অঙ্গীকার রক্ষায় আমি দৃঢ়প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেব।”
পোস্টে ফান্ডরেইজিং বিষয়ে দাতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাসনিম জারা উল্লেখ করেন, যারা তার পরিবর্তিত সিদ্ধান্তের কারণে অনুদানের অর্থ ফেরত চান, তাদের জন্য বিকাশে দেওয়া অর্থ ফেরতের একটি অনলাইন ফর্মের লিংক শেয়ার করা হয়েছে। ট্রানজ্যাকশন যাচাইয়ের পর অর্থ ফেরত দেওয়া হবে বলে জানান তিনি। ব্যাংকের মাধ্যমে যাঁরা অনুদান দিয়েছেন, তাঁদের জন্য ফেরত প্রক্রিয়া পৃথকভাবে জানানো হবে বলেও পোস্টে উল্লেখ করেন তাসনিম জারা।