২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি

নিষিদ্ধ আ.লীগের কর্মী-সমর্থকদের কাছে ভোট চাইলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশীদ

নিজস্ব প্রতিনিধি:

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশীদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন করতে সবার সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, “আপনারা দোয়া করবেন, যেন নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারি। এখানে আওয়ামী লীগের সমর্থকরাও আছেন—যারা অতীতে তাদের ভোট দিয়েছেন। এখন তো সেই আওয়ামী লীগ আর নেই, তাই আপনারাও আমাকে ব্যাপক ভোটে বিজয়ী করবেন বলে আশা করি।”

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হারুনুর রশীদ আরও বলেন, “গত নির্বাচনে জামায়াতের প্রার্থী বুলবুলকে ৭৪ হাজার ভোটে পরাজিত করেছি। এবারও যদি আপনারা আমাকে বিজয়ী করেন, তা হবে বড় শক্তি—পার্লামেন্টে চাঁপাইনবাবগঞ্জের পক্ষে আরও জোরালো বক্তব্য উপস্থাপন করতে পারব।” তার দাবি, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন জামায়াতের টার্গেটেড এলাকা, যেখানে তারা ব্যাপক অর্থব্যয় করছে এবং যুব সমাবেশ ও ম্যারাথনের মতো কর্মসূচি করছে।

উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, “চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নে পাইপলাইনে রয়েছে প্রায় ৫ হাজার কোটি টাকার প্রকল্প। জলাবদ্ধতা নিরসনে নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে—অতিরিক্ত পানি মহানন্দা নদীতে না গিয়ে শহরের আশপাশের খাল সংস্কারের মাধ্যমে নির্গত হবে।” গত কয়েক দশকের অপরিকল্পিত উন্নয়নে সৃষ্ট সমস্যাগুলো সমাধান করে ভবিষ্যতে পরিকল্পিত নগরায়ণ গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি।

মতবিনিময় সভায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, সিনিয়র সহসভাপতি খাইরুল ইসলাম, সহসভাপতি আকতারুল ইসলাম রিমনসহ ব্যবসায়ী নেতা এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top