২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি

হাদি হত্যা মামলা: ৭ জানুয়ারির মধ্যে চার্জশিট দাখিল হবে — ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিনিধি:

শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মামলার চার্জশিট আগামী ৭ জানুয়ারির মধ্যেই আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শনিবার (২৭ ডিসেম্বর) গভীর রাতে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, হাদি হত্যাকাণ্ড একটি “রহস্যজনক ও পরিকল্পিত ঘটনা”। প্রাথমিক তদন্তে একাধিক ব্যক্তির সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। “আগামী ১০ দিনের মধ্যেই, অর্থাৎ ৭ জানুয়ারির মধ্যে মামলার চার্জশিট দেওয়া হবে,” যোগ করেন তিনি।

তিনি জানান, ঘটনাটি উদ্ঘাটনে পুলিশ, ডিবি, র‍্যাবসহ সব গোয়েন্দা সংস্থা কাজ করছে এবং তদন্তে সন্তোষজনক অগ্রগতি হয়েছে। তবে তদন্তের স্বার্থে সব তথ্য এই মুহূর্তে প্রকাশ করা যাচ্ছে না, কারণ তা প্রকাশ পেলে সংশ্লিষ্টরা সতর্ক হয়ে যেতে পারে।

এ পর্যন্ত মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার করে সিআইডিতে বৈজ্ঞানিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, আর ঘটনাসংক্রান্ত একটি মোটরসাইকেল ডিবি পুলিশ উদ্ধার করেছে।

তিনি আরও বলেন, তদন্তে হত্যাকাণ্ডে “বিপুল অর্থ ব্যয়ের” তথ্য পাওয়া গেছে এবং ২১৮ কোটি টাকার স্বাক্ষরিত একটি চেক উদ্ধার করা হয়েছে। তার ভাষায়, এটি একটি সংগঠিত হত্যাকাণ্ড এবং এর পেছনে আরও অনেকে জড়িত থাকতে পারে।

ডিএমপি কমিশনার জানান, তদন্তের স্বার্থে সীমিত তথ্যই প্রকাশ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আগামীকাল ডিবির মিডিয়া সেন্টারে ডিবির প্রধান গণমাধ্যমকে ব্রিফ করবেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top