মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ ও রাজবাড়ী-২ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষে রাজবাড়ীতে মিছিল করেছে জেলা ছাত্রদল।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের নেতৃত্বে শহরে এ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে এসে পথসভা করেন।
পথসভায় জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমানের সভাপতিত্বে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা কৃষকদলের সদস্য সচিব সাবেক ভিপি একেএম সিরাজুল আলম চৌধুরী, জেলা জেলা ছাত্রদল নেতা আসজাদ হোসেন আজাদ, খোরশেদ আলম মিলন, নয়ন দেওয়ান, আতিক শিকদার প্রমুখ ।
এ সময় বক্তারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনীত ধানের ধীষের প্রার্থী রাজবাড়ী-১ আসনে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও রাজবাড়ী-২ আসনে হারুন-অর-রশীদকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে বিজয়ী করার আহ্বান জানান। ধানের শীষের প্রার্থী বিজয়ী হলে ফ্যামেলি কার্ড প্রদানসহ জেলার যোগাযোগ, শিল্প-কারখানা, শিক্ষা, স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হবে।
পরে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতাসহ তারেক রহমানের দেশে ফেরায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় ও হাদির আত্নার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করেন নেতাকর্মীরা।